নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি নড়াইলে দুর্নীতিগ্রস্ত কিছু টিসিবি ডিলার ধরা পড়েছে। যাদের করোনা পরিস্থিতিতে বাজারে পণ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার কথা ছিলো তারা নিজেদের ব্যক্তিগত লাভের আশায় জনসাধারণের অধিকার খর্ব করছে। ইতোমধ্যে নড়াইলে সরকারী চাল, ছোলা, চিনি ও তেল কালোবাজারে বিক্রির দায়ে জেল, জরিমানা গুনছে কিছু অসাধু ডিলার, ব্যবসায়ী, এমন কি মেম্বারবৃন্দ।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নড়াইলে টিসিবি’র ভোজ্যতৈল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারসহ ৫জনকে ৭০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে টিসিবি’র ৪৭ লিটার ভোজ্যতৈল উদ্ধার করা হয়।
নড়াইলের কিছু সাধারণ ভোক্তা সূত্রে জানা যায়, এলাকায় টিসিবি’র হাতে গোনা দু’-একজন ডিলার মালামাল সরবরাহ করে এবং অধিকাংশ ডিলারের কার্যকলাপ সন্দেহজনক। আরো দুঃখজনক হলো এই ঘটনার পর থেকে নড়াইলের চিত্রা নদীতে শত শত টিসিবি’র খালি সয়াবিন তেলের বোতল নদী দিয়ে ভাসতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর ছবি ভাইরাল হয়। বসুন্ধরা গ্রুপের এসব টিসিবি’র খালি বোতল কিভাবে, কোত্থেকে রূপগঞ্জ খেয়াঘাটে নদীতে ভেসে আসছে? কারা ফেলেছে? কারা এসকল বর্ণচোরা, এদের হাত কতখানি লম্বা? দেখুনঃ টিসিবি’র কার্যাবলী