খাদ্য সহায়তায় নড়াইলে মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পাশে সিটি ব্যাংক

2
66
খাদ্য সহায়তায় নড়াইলে মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পাশে সিটি ব্যাংক
খাদ্য সহায়তায় নড়াইলে মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পাশে সিটি ব্যাংক

স্টাফ রিপোর্টার

করোনা দুর্যোগ মোকাবিলায় দুস্থদের পাশে খাদ্য সহায়তা নিয়ে মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পাশে এসে দাড়ালো সিটি বাংক। সিটি ব্যাংক জেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার নিম্নবিত্ত পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করেছে। ইতোমধ্যে ফাউন্ডেশনের কর্মীরা এ খাদ্য সহায়তা বিতরণ করতে শুরু করেছে।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক জানান, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফীর অনুরোধে গত এক সপ্তাহের ব্যবধানে এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এসএসসি-এর ৯৬ ব্যাচ ৫শ’ পরিবারকে এবং ওরিয়ান গ্রুপ ৫শ’ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া আরও একটি গ্রুপ ৫শ’ পরিবারের খাদ্য সহায়তা দিতে সম্মত হয়েছে। এভাবে যতদিন করোনা দুর্যোগ থাকবে ততদিন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে থাকবে।