ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার (২১ এপ্রিল) শিশুখাদ্যের মূল্য নিয়ে কারসাজি ও মেয়াদ উত্তীর্ণ ঔ*ষধ বিক্রয়সহ মূল্য তালিকা সংরক্ষণ না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে নিত্য পণ্য বিক্রয় করার দায়ে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় , পরিচালক প্রশাসন শামীম আল মামুনের তত্ত্বাবধানে ও মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপ-পরিচালক (উপসচিব) এর পরিচালনায় রাজধানীর ১৮ টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার রজবী নাহার রজনী, তাহমিনা বেগম, মোঃ মাগফুর রহমান ও মাহমুদ আক্তার। ঢাকা মহানগরের মিরপুর ৬ নং কাঁচা বাজার, মিরপুর বড় বাগবাজার, আমতলী বাজার, অলি মিয়ার টেক বাজার, পল্লবী বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ রেলগেট বাজার, রামপুরা বাজার, উত্তর বাড্ডা বাজার, মধ্য বাড্ডা বাজার, কেরানীগঞ্জ বাজার, গুদারাঘাট বাজার, খিলগাঁও রেলগেট বাজার, মহাখালী বাজার, বনানী বাজার, গুলশান ১ কাঁচা বাজার, গুলশান ২ কাঁচা বাজার ও কারওয়ান বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালক নেতৃত্বে ৬৯টি বাজারে অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগরীর ১৪টি স্থানসহ টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয়।
অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, “আসন্ন রমজানে ও করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ঢাকাতে ৯ টি টিমের নেতৃত্বে ১৮ টি বাজারে তদারকি করা হয়। এছাড়াও আমরা নিয়মিত টিসিবির ন্যায্য মূল্যের ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করছি।”
শিশু খাদ্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্য বিক্রয় করতে এবং মেয়াদোত্তীর্ণ ভেজাল, নকল পণ্য বিক্রয় করা হতে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি।