নড়াইলে করোনাভাইরাস মোকাবিলায় গ্রামের সেচ্ছাসেবী সংগঠনগুলো পিছিয়ে নেই

121
19
নড়াইলে করোনাভাইরাস মোকাবিলায় গ্রামের সেচ্ছাসেবী সংগঠনগুলো পিছিয়ে নেই
নড়াইলে করোনাভাইরাস মোকাবিলায় গ্রামের সেচ্ছাসেবী সংগঠনগুলো পিছিয়ে নেই

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাস মোকাবিলায় গ্রামের সেচ্ছাসেবী সংগঠনগুলো পিছিয়ে নেই। নড়াইলের শেখহাটি ইউনিয়নের ৫টি গ্রামের ১শ’ দুস্থ ও প্রতিব*ন্ধীর বাড়িতে বাজার সদায় পৌছে দিল শেখহাটি ইউনিয়নের একটি সেচ্ছাসেবী বন্ধন সমাজকল্যাণ সংস্থা।

মঙ্গলবার (২১এপ্রিল) বাড়িতে বাড়িতে গিয়ে সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক শেখ রায়হান উদ্দিনসহ সংগঠনের কর্মীরা শেখহাটি, তপনবাগ, মহিষখোলা, ডহরশেখহাটি ও দেবভোগ গ্রামে গ্রামের নিম্ন আয়ের মানুষদের বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন, আলু, লবন ও সাবান পৌছে দিয়ে আসে। সংগঠনের কর্মকর্তারা জানান, তাদেও সাধ্য মতো এ বাজার সদায় অব্যাহত থাকবে।