সারাবিশ্বে করোনাভাইরাসে মৃ*তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে, যুক্তরাষ্ট্রে ৫০ হাজার

2
11
সারাবিশ্বে করোনাভাইরাসে মৃ*তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে, যুক্তরাষ্ট্রে ৫০ হাজার
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট

সারাবিশ্বে করোনাভাইরাসে মৃ*তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার জন (১৯৪৬৬৪ জন) ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২৭ লাখের ঊর্ধ্বে। করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে সব থেকে ক্ষ*তিগ্রস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ মা*রা গেছে।

সিএনএন সূত্রে জানা যায়, সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে সর্বমোট আক্রান্ত ৮ লাখ ৮৪ হাজার মানুষ এর মধ্যে মৃ*তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে (৫০৩৬০ জন) যা যে কোন দেশের তুলনায় অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে সবথেকে ক্ষ*তিগ্রস্থ প্রথম ১০টি দেশের মৃ*তের সংখ্যা উল্লেখ করা হলোঃ ইতালী (২৫৯৬৯ জন), স্পেন (২২৫২৪ জন), ফ্রান্স (২২২৪৫ জন), যুক্তরাজ্য (১৯৫০৬ জন), বেলজিয়াম (৬৬৭৯ জন), জার্মানি (৫৬৫৩ জন), ইরান (৫৫৪৫ জন), চীন (৪৬৩২ জন), নেদারল্যান্ডস (৪২৮৯ জন), ও তুরস্ক (২৬০০ জন। এই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে করোনা মহামা*রীর সবচেয়ে ভ*য়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।