নড়াইলে জেলা প্রশাসকের সিএসহ ৩জনের করোনা, জেলায় সর্বমোট করোনা আক্রান্ত ৯জন

2
194
করোনাভাইরাসঃ নড়াইলে ৭২জন প্রবাসী কোয়ারেন্টাইনে
কোয়ারেন্টাইন ও করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলা প্রশাসকের সিএ মোঃ দুলাল হুসাইনসহ ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লোহাগড়া উপজেলার ২জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪চিকিৎসকসহ বর্তমানে মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রো*গী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জ*ন ডাঃ মোঃ আব্দুল মোমেন।

তিনি জানান, জেলায় মোট ১৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিলো। রবিবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত মোট ৯১টি নমুনার ফলাফল পাওয়া গিয়েছে। এরমধ্যে ৪জন চিকিৎসক ও জেলা প্রশাসকের সিএসহ ৯ জনের করোনা ভাইরাসের নমুনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ১০জনের করোনা শনাক্ত হলো।

এরমধ্যে প্রথম করোনা আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে ইতিমধ্যে করোনামুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা তার সিএ’র করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।