স্টাফ রিপোর্টার
নড়াইল জেলায় আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে। অন্য জেলার সাথে এ জেলায় এবং এক উপজেলার সাথে অন্য উপজেলায় আসা-যাওয়া বন্ধ থাকবে। এছাড়া যেকোনো গণ পরিবহন ও জনসমাগম নিষি*দ্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা এর আওতার বাইরে থাকবে।
নড়াইলে করোনায় আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বাড়তে থাকায় জেলা প্রশাসক আনজুমান আরা সোমবার বেকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করেছেন।
নড়াইলের সিভিল সা*র্জন ডাঃ আব্দুল মোমেন জানান, সোমবার (২৭এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাক্তার ডাঃ আব্দুল মান্নান ও অজ্ঞা*নের ডাঃ প্রশান্ত মল্লিকের করোনা নমুনা পজেটিভ এসেছে।
এছাড়া গত রোববার জেলা প্রশাসকের সহকারী মোঃ দুলাল হোসেনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট ৭জন চিকিৎসকসহ মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসো*লেশনে রয়েছেন।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, হটাৎ করে নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মঙ্গলবার বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বহাল থাকবে।