স্টাফ রিপোর্টার
বরো মৌসুমে করোনা মাহামারির কারণে নড়াইলে শ্রমিক সংকট ও জনের দাম বৃদ্ধি পাওয়ায় দরিদ্র কৃষকের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখা। পাকা ধান কি ভাবে ঘরে তুলবে এই যখন কৃষকের ভাবনা ঠিক সে সময় বিপদেপড়া কৃষকদের পাশে থেকে ধান কে*টে সহযোগিতা করছে ছাত্রলীগ।
শুক্রবার (১মে) সকালে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চষ্ণল শাহরিয়ার মিম, সাধারণ সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশের নেতৃত্বে ছাত্রলীগের ২৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী কৃষকের ধান কে*টে এ মহতি কার্যক্রম অংশ নেন।
এছাড়া কাঁচি হাতে ধান কা*টার পাশাপাশি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন ভাড়া করে নিজেদের টাকায় কৃষকের ধান কে*টে দিচ্ছে ছাত্রলীগ। এরই অংশ হিসেবে আজ নড়াইল সদরের হবখালি ইউনিয়নে গরীব কৃষকের ১ একর জমির ধান কে*টে দেয় তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম বার, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুর রহমান বিশ্বাস প্রমুখ।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চষ্ণল শাহরিয়ার মিম বলেন, করোনা মহামারির কারণে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকার যে আহবান জানিয়েছেন তারই অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা কৃষকদের পাশে দাড়িয়েছি।
মিম বলেন, নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার কৃষকদের দেওয়া উপহার কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন শুধুমাত্র খরজের টাকা দিয়ে ধান কে*টে মাড়ায় করে ধান ঘরে তুলে দিচ্ছি। এছাড়াও নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়াতে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কে*টে সহযোগিতা করছে।