স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস মোকাবেলায় নড়াইলের কালিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হাত ধোয়ারসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষ*মতায়ন কর্মসূচি পরিচালিত পল্লীসমাজের উদ্যোগে বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে সালামাবাদ, জোকারচর, সীতারামপুর ও চাঁদপুর এলাকায় সাবানসহ হাতধোয়ার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের হাতধোয়ার কলাকৌশল দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষ*মতায়ন কর্মসূচির মাঠসংগঠক লিপি বিশ্বাসসহ বিভিন্ন পেশার মানুষ। প্রত্যন্ত অঞ্চলের সুবিধাব*ঞ্চিত মানুষেরা করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে হাত ধোয়ারসামগ্রী পেয়ে খুশি হন।
এর আগে পল্লীসমাজের উদ্যোগে দেশে করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে গত ৩০ মার্চ কালিয়ার সীতারামপুর এলাকায় ৩০টি পরিবারের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া এ এলাকার মসজিদের মুসল্লিদের জন্যও সাবান দেয়া হয়।