নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সারাদেশের মতো নড়াইলেও খুলেছে দোকানপাট। নড়াইলের রূপগঞ্জ বাজারের গার্মেন্টস দোকান, শাড়ি কাপড়, সিট কাপড়সহ প্রায় সব ধরনের দোকানপাট খুলে বসেছে দোকানীরা।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানসহ সকল দোকানেই দেখা গেছে উপচে পড়া ভীড়। বেশীরভাগ দোকানে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলছে কেনা বেচা। ঈদকে সামনে রেখে দোকান খোলার খবর পেয়ে রাস্তাঘাটে ইজিবাইকসহ ইঞ্জিনচালিত ভ্যান চলাচল বৃদ্ধি পেয়েছে।
বাজারে আসা জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে কেনা বেচা করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারাভিযান অব্যাহত রেখেছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের একাধিক স্থানে চেকপোষ্ট বসিয়েছে।
সরকারি সিদ্ধান্তে সীমিত আকারে দোকানপাট খুলার কারণে বহু লোক শহরমুখি হয়েছে। লকডাউনের মধ্যে থেকে যাতে কারো মধ্যে করোনা সংক্রামিত না হয়, সামাজিক দূরত্ব ভে*ঙ্গে না পড়ে সে লক্ষেই আমরা কাজ করছি। নড়াইলকে সুরক্ষিত রাখতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
শারীরিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে দোকানপাট খোলা রাখার সরকারি সিদ্ধান্ত না মানলে ক*ঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।