নড়াইলে বিএনপি নেতা কাফির নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান

2351
14
নড়াইলে বিএনপি নেতা কাফির নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান
নড়াইলে বিএনপি নেতা কাফির নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার

নড়াইলে বিএনপি নেতা শরীফ কাসাফুদ্দৌজা কাফির নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে লোহগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরভার সভাপতি সম্পাদকের মাধ্যমে দুস্থ্যদের মাঝে ৫ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি করে সয়াবিন তেল, সেমাই,দুধ ও চিনি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মরহু*ম শরীফ খসরুজ্জামানের পুত্র কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা প্রজন্মদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০২ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা শরীফ কাসাফুদ্দৌজা কাফি, লোহগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ টিপু সুলতান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, যুবদলের সভাপতি খাঁন মাহমুদ, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান বাটু, উপজেলার ১২ টি ইউনিয়ন ও লোহাগড়া পৌরসভার প্রতিটি শাখার সভাপতি ও সম্পাদক সহ স্থানীয় নেত্রীবৃন্দ।

বিএনপি নেতা শরীফ কাসাফুদ্দৌজা কাফি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারমান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে মহামারী করোনা ভাইরাস ও সাম্পতি সুপার সাইক্লোন ঘুর্ণিঝ*ড় আম্ফানে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন হয়ে পড়া দলীয়নেতাকর্মী এবং দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করছি। তিনি তার বাবা প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কমান্ডার শরীফ খসরুজ্জামানের জন্য সকলের কাছে দোয়া চান।