ঈদে এমপি মাশরাফীর পক্ষ থেকে মায়েদের জন্য ভালোবাসা উপহার

1496
28
ঈদে এমপি মাশরাফীর পক্ষ থেকে মায়েদের জন্য ভালোবাসা উপহার
ঈদে এমপি মাশরাফীর পক্ষ থেকে মায়েদের জন্য ভালোবাসা উপহার

স্টাফ রিপোর্টার

নড়াইলে ঈদ উল ফিতর উপলক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের মায়েদের জন্য উপহার হিসেবে শাড়ি পাঠিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। ২৩ ও ২৪ মে মাশরাফির পক্ষ থেকে নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মায়ের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো. রকিবুজ্জামান পলাশ। নড়াইল জেলা ছাত্রলীগের মাধ্যমে জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মায়েদের এই উপহার দেয়া হয়।

সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম জানান, আমাদের নেতা মাশরাফী বিন মোর্ত্তজা একজন আদর্শ মানুষ হিসেবে, আদর্শিক কর্মীর চাহিদা ঠিকই উপলব্ধি করেছেন। মায়েদের জন্য উপহার পেয়ে ছাত্রলীগের ছেলেদের মনটা আজ ভরে গেছে, এই ঈদে তাদের আর চাওয়া-পাওয়ার কিছু নেই।