নড়াইলে এসএসসি ২০২০ পরীক্ষায় সেরা লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

7
74
নড়াইলে এসএসসি ২০২০ পরীক্ষায় সেরা লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়
লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, নড়াইল

স্টাফ রিপোর্টার

এবার এসএসসি ২০২০ পরীক্ষার ফলাফলে নড়াইল জেলার মধ্যে সেরা হয়েছে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্বপ্নের জাতীয়করণকৃত। বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৩৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে ৩৮১ জন পাস করে। জিপিএ ৫ পেয়েছে ৮২ জন। পাশের হার শতকরা ৯৯.২২ জন। এ ব্যাপারে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

১৯০২ সালে প্রতিষ্ঠিত শতবর্ষীয় বিদ্যালয়টি শিক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ে এ্যাথলেটিকসে টানা ১৩ বার জাতীয় পর্যায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ ছাড়া স্কাউটিং এ প্রতি বছর ১০/১৫ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড পেয়ে থাকে। এ্যাথলেটিকসের পাশাপাশি ক্রিকেট, হকি, ফুটবলসহ অন্যান্য খেলায়ও সফল্য অর্জন করে চলেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।