নড়াইলে অবহে*লিত শিব শংকর বালিকা বিদ্যালয় থেকে এবারই প্রথম শতভাগ ছাত্রীর পাশ

38
77
নড়াইলে অবহে*লিত শিব শংকর বালিকা বিদ্যালয় থেকে এবারই প্রথম শতভাগ ছাত্রীর পাশ
নড়াইলে অবহে*লিত শিব শংকর বালিকা বিদ্যালয় থেকে এবারই প্রথম শতভাগ ছাত্রীর পাশ

স্টাফ রিপোর্টার

এবারের এসএসসি ২০২০ পরীক্ষায় দেশের অন্যতম প্রাচীন বিভিন্ন ক্ষেত্রে অবহে*লিত ১৩০ বছরের পুরানো বিদ্যাপীঠ  শিবশংকর বালিকা বিদ্যালয় থেকে শতভাগ ছাত্রী পাশ করেছে। স্কুল সূত্রে জানা গেছে, এবার ৬১জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬জন, জিপিএ-৪ পেয়েছে ২৭জন, জিপিএ- ৩.৫ পেয়েছে ১৩জন, জিপিএ-৩ পেয়েছে ৯জন এবং জিপিএ-২ পেয়েছে ৬জন।

নড়াইল শীবশংকর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন বিশ্বাস বলেন, নারী জাগরণে ১৮৮৬ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে এতো ভালো ফলাফল কখনও হয়নি। স্কুলটিতে ছাত্রী সংখ্যা ৩শ৫০জন হলেও সবার বসতে দেওয়ার জায়গা নেই। কোনো বিজ্ঞানাগার নেই। কোনো কমর রুম নেই। এসব কারনে নড়াইল শহরের প্রা*ণকেন্দ্রে স্কুলটির অবস্থান হলেও এখানে ভালো ছাত্রীরা ভর্তি হতে চায় না। তারপরও শিক্ষকরা অক্লা*ন্ত পরিশ্রম করে এতো ভালো ফলাফল অর্জন করেছে। তিনি আগামিতেও সাফল্যের এ ধারা বজায় রাখার চেষ্টা করা হবে মন্তব্য করেন।