স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৬০ জন কৃষক ও কৃষাণীকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উৎপদনের উপর ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। আজ
মঙ্গলবার (৯ জুন) সকালে লোহাগড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে সামাজিক দুরত্ব বজায় রেখে উন্নত কন্দাল চাষ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক চিন্ময় রায় ও জেলা প্রশিক্ষণ অফিসার অনুজ কুমার বিশ্বাস।
এ সময় উপজেলা কৃষি অফিসার সমরেণ বিশ্বাসের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনমুন সাহাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণার্থী ৬০ জন কৃষক উপস্থিত ছিলেন।