স্টাফ রিপোর্টার
মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা গণপূর্ত পরির্দশন বাংলোয় এক ভিডিও কনফারন্সে এর মাধ্যমে মাগুরা গণপূর্ত পরির্দশন বাংলোর আধুনিকায়ন ও আনুভূমিক সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন গণপূর্ত অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম।
এসময় মাগুরা গণপূর্ত পরির্দশন বাংলো কর্তৃক আয়োজিত ভিডিও কনফারন্সে এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীগণ এবং র্কমচারীগণ। উদ্বোধনের র্পূবে প্রধান প্রকৌশলী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী র্কতৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া, কোভিড-১৯ প্রতিরোধে সবাইকে সর্তক থাকার পাশাপাশি একযোগে কাজ করার আহবান ব্যক্ত করেন। উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় এবং কোভিড-১৯ এর হাত থেকে সবাইকে মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা হয়।
৩ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট দুই তলা রেস্ট হাউজটি নির্মিত হবে। উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তর তার নিজের মন্ত্রণালয় সহ ৩০টির অধিক মন্ত্রণালয়ের নির্মাণ ও রক্ষনাবেক্ষণ কাজ করে। করোনা মোকাবেলায় গণপূর্ত অধদিপ্তর বিভিন্ন জেলায় পিসি আর ল্যাব, কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন ইউনিট নির্মাণ করেন। মাগুরা সিভিল সা*র্জন এই সকল কাজের জন্য গণর্পূত বিভাগ, মাগুরাকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি দিয়েছেন।