স্টাফ রিপোর্টার
নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার শ্বাশুড়ী পৌর এলাকার আলাদাৎপুরের বাসিন্দা হোসনে আরা ও সদর হাসপাতালের ডাঃ মোঃ মিজানুর রহমান।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সা*র্জন ডাঃ মো. আব্দুল মোমেন জানান, রাতে মাননীয় এমপি মাশরাফী বিন মোর্ত্তজার শাশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ বলে মৌখিক ভাবে জানা গেছে। তাঁর চিকিৎসা বাড়িতেই চলছে। কিন্তু আজ সোমবার আমাদের কাছে যে রির্পোট এসেছে তাতে সদর হাসপাতালের একজন ডাক্তার আছেন, এমপি সাহেবের শ্বাশুড়ীর রির্পোট পাওয়া যায়নি।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে , এ নিয়ে জেলায় সর্বমোট ৯ জন চিকিৎসক, ১৪ জন হাইওয়ে পুলিশ সদস্যসহ মোট ৬১ জন করোনায় আক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে কালিয়া উপজেলার চোরখালি গ্রামের বিশ্বজিত রায় (৫০) চৌধুরী ও একই উপজেলার খাসিয়াল মসজিদের মোয়াজ্জিন মোঃ আলিম শেখ (৫০) করোনায় আক্রান্ত হয়ে মা*রা গেছেন। এ পর্যন্ত ৮ চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ২৩ জন। এখন পজিটিভ আছে ৩৬ জন ।