স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়ার পেড়লীতে মাছ শি*কার করে অধিক লাভবান হওয়ার আশায় ৩টি খালের স্লুইস গেটে খুলে দিয়ে প্রায় ২মাস ধরে অপ্রয়োজনীয় পানি ঢু’কিয়ে জমি প্লাবিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টায় কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী বটতলা চৌরাস্তায় এলাকাবাসী এ মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, তকিবর রহমান, মোঃ আব্দুল্লাহ শেখ, মোঃ সুুরত মোল্যা প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় কিছু প্রভাবশালীরা মাছ শি*কার করে বিক্রিরসহ অধিক লাভবান হওয়ার জন্য উপজেলার পেড়লী কা*টা খাল, শীতলবাটি বড়বিলা খাল ও জামরিলডাঙ্গার খালের স্লুইস গেটের কেয়ার টেকারদের সঙ্গে অনৈতিক যো*গসাজ*সে পেড়লী বিলে মাছ ঢো’কানোর জন্য ওইসব স্লুইস গেটের কপা’ট খুলে দেয়া হয়েছে।
প্রায় ২ মাস যাবত নদীর পানি বিলে প্রবেশ করায় ওই বিলে রোপা আমন চাষযোগ্য প্রায় ৫০০একর জমি পনিতে প্লা’বিত হওয়ায় ওই সব জমিতে আমন চাষ ব্যা’হত হতে চলেছে। তারা আরো বলেন স্লুইস গেট বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাননি।