নড়াইলে নতুন করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ২০ জনের করোনা শনাক্ত

2
106
করোনা
ছবিঃঃ করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে সিভিল সা*র্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, এর মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরাসহ সদরে ৯ জন, লোহাগড়া উপজেলায় ৯ জন ও কালিয়ায় উপজেলায় ২ জন নতুন করে করোনায় আক্রা*ন্ত হয়েছেন। আক্রা*ন্তদের নিজ নিজ বাসায় আইসো*লেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩শত ৪৩ জন করোনায় আক্রা*ন্তের মধ্যে সদরে ১১০ জন, লোহাগড়ায় ১৯৫ জন ও কালিয়ায় ৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১১৮ জন এবং ৭ জনের মৃ*ত্যু হয়েছে। এখন পর্যন্ত ২১৮ জন পজিটিভ আছে।