স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরো*ধে জনসাধারণকে ঘরে রাখতে এবং মা’স্ক ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার এবং সাধারণ মানুষের মাঝে মা’স্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) নড়াইল শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের আয়োজনে করোনা প্রতিরো*ধে সচেতনতামূলক প্রচার, মা’স্ক বিতরণ এবং জীবানুনাষক স্প্রে করা হয়।
জেলা প্রশাসক আনজুমান আরার নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, নড়াইল ইউনিটের কর্মকর্তা সাইফুর রহমান হিলু, মোঃ রেজাউল বিশ্বাস, আসলাম খান লুলুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ে আ*তং*কিত হবার কিছু নেই, সবাই সচেতন হলে এটা প্রতিরো*ধ করা সম্ভব। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, নিয়মিত ২০ সেকেন্ড হা’ত ধুতে হবে, কারণছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাদের বিরু*দ্ধে আইন’নানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।