নড়াইল সদর হাসপাতালে মজুদ ছিল সা’পের বি*ষের ভ্যা’কসিন! রো’গী আনতে দেরি!

4
295
সাপের প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার

নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার প্রচেষ্টায় নড়াইল সদর হাসপাতালে সরকার থেকে সরবরাহ করা কমপক্ষে ১০ জন সাপে কা*টা রোগীর চিকিৎসার জন্য এ’ন্টিভেন*ম মজুদ আছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আরএমও।

তিনি জানান, গত ২ দিন আগে সদর হাসপাতালে সাপে কাম*ড়ানো রো*গী ভ্যাক’সিন এর অভাবে মা*রা যায়নি, বরং তাকে মৃ*ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সাপে কাম*ড়ানোর কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা পরে চিকিৎসকের স্মরণাপন্ন করা হয়।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামে সা’পের কাম*ড়ে রতনা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃ*ত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের দারিয়াপুর গ্রামের ফরিদ সরদারের স্ত্রী রতনা রাতে বিছনায় ঘুমিয়ে ছিলেন। এরপর তাকে সা’পে দং*শন করলে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। রতনা বেগমের মামা এনামুল হক বলেন, হাসপাতালে সাপের বি*ষের ভ্যাক*সিন না থাকায় রতনাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃ*ত্যু হয়।