বঙ্গবন্ধু’র শাহা*দাত বার্ষিকী ও জাতীয় শো*ক দিবস পালন উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা

1
7
বঙ্গবন্ধু'র শাহা*দাত বার্ষিকী ও জাতীয় শো*ক দিবস পালন উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহা*দাত বার্ষিকী ও জাতীয় শো*ক দিবস পালন উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের আয়োজনে জেলা প্রশাসন, নড়াইলের সহযোগিতায় এ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, নড়াইলের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ অচিন কুমার চক্রবর্তী, বাংলাদেশ পূঁজা উদযাপন কমিটি, নড়াইলের সভাপতি অশোক কুমার কুন্ডু, সরকারিকর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট্রে কর্মকর্তাগণ ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।