স্টাফ রিপোর্টার
মাশরাফীর হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে করোনা রো*গির চিকিৎসার জন্য আরও ২টি পা*ল্স অক্সিমিটারসহ অক্সিজেন সি*লিন্ডার প্রদান করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে শহরে ঠিকাদারী প্রতিষ্ঠান ইডেন প্রাইজ-এর অফিস কক্ষে এ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী রেজাউল আলম ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন একটি অক্সিজেন সিলি*ন্ডার প্রদান করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, ঠিকাদার রেজাউল আলম ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
এ সময় ফাউন্ডেশনের কোষ্যাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কর্মকর্তা কামরুল আলম, সৈয়দ হুমায়ুন আমীর ও লুৎফুল আলম সজল উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে শহরের অপর এক ঠিকাদার আশফাকউজ্জামান কাজল আরও একটি অক্সিজেন সি*লিন্ডার প্রদান করেন।
উল্লেখ্য, ইতপূর্বে নড়াইল ও লোহাগড়ার তিনটি পরিবার ও ৪টি বন্ধু সংগঠন ১২টি পা*ল্স অক্সিমিটারসহ অক্সিজেন সি*লিন্ডার প্রদান করেছে। গত ১০ জুলাই থেকে ফাউন্ডেশন নড়াইল জেলায় ফ্রি পা*ল্স অক্সিমিটারসহ অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। জেলায় এ পর্যন্ত ৫৯ জন করোনায় আক্রা*ন্ত। শ্বা*সক*ষ্টের রো*গির ফ্রি অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। অধিকাংশ শ্বা*সক*ষ্টের রো*গিকে বাড়িতে গিয়ে ফ্রি এ অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে।