স্পোর্টস ডেস্ক
জয়ের দারপ্রান্তে গিয়েও ইতিহাস গড়া হলো না পিএসজির। দু’র্ভাগ্য নেইমার-কিলিয়ান এমবাপেদের। ফরাসি চ্যাম্পিয়নদের হা’রিয়ে চ্যাম্পিয়ন্স লিগে হে’ক্সা বা ষষ্ঠ শিরোপা জিতল হান্স ফ্লিকের বায়ার্ন মিউনিখ। লিসবনে রোববার রাতের ফাইনালে কিংসলে কোমানের একমাত্র গোলে ২০১২-১৩ মৌসুমের পর আবারও ইউরোপ সেরার ট্রফি জিতল বায়ার্ন।
অদম্য বায়ার্ন চলতি মৌসুমে সম্ভাব্য সবকটি শিরোপাই ঘরে তুলল। ২০২০-এ কোনো ম্যাচ না হা’রা দলটি এই নিয়ে টানা ২১ ম্যাচ জয়ের মু’খ দেখলো। বুন্ডেসলিগা, জার্মান কাপ ও এই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে এই নিয়ে দ্বিতীয়বার ‘ট্রেবল’ জিতল বায়ার্ন। প্রথমবার ফাইনালে উঠে হা’রের বেদ’না নিয়ে মাঠ ছা’ড়ে টমাস টুখেলের দল। ১-০ গোলের জয়ে ট্রেবল ও হে’ক্সা জয়ের আনন্দে মাতে বায়ার্ন।