৭ আইনজীবী এনেও জামিন হয়নি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালের

317
25
৭ আইনজীবী এনেও জামিন হয়নি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালের
প্রয়া'ত মেজর সিনহা ও ওসি প্রদীপ

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম থেকে সাত আইনজীবী এনেও অবসরপ্রাপ্ত মেজর সিনহা হ*ত্যা মামলার প্রধান তিন আসা*মি বরখা*স্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলালের মুক্তি মিললো না। এই তিন আসা*মিকে আবারও তিন দিন করে রিমা*ন্ড দিয়েছেন আদালত। খারিজ করে দেয়া হয়েছে জামিন আবেদন।

শুক্রবার (২৮ আগস্ট) প্রত্যেক আসা*মির তৃতীয় দফায় চারদিন করে রিমা*ন্ড চেয়ে র‌্যাবের আবেদনের ওপর দুপক্ষের শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে বেলা আড়াইটার পর প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের আগে করা হয় স্বা*স্থ্য পরীক্ষা।

এর আগে আরো দুই দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। আদালতের আদেশের পর আসা*মি পক্ষের আইনজীবীরা জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন বলে গণমাধ্যমকে জানান।