ভারতের সাবেক রাষ্ট্রপতি নড়াইলের জামাই প্রণব মুখার্জির মৃ*ত্যুতে নড়াইলবাসীর শো*ক

6
51
ভারতের সাবেক রাষ্ট্রপতি নড়াইলের জামাই প্রণব মুখার্জির মৃ*ত্যুতে নড়াইলবাসীর শো*ক

স্টাফ রিপোর্টার

ভারতের সাবেক রাষ্ট্রপতি নড়াইলের জামাই প্রণব মুখার্জির মৃ*ত্যুতে নড়াইলবাসী শো*ক প্রকাশ করেছেন। নড়াইল ১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল ২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শো*ক প্রকাশ করেন।

প্রণব মুখার্জি ২০১৩ সালের ৫ মার্চ স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে শ্বশুরবাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে আসেন। পরবর্তীতে প্রণব মুখার্জি ও তার স্ত্রী আর নড়াইলে আসেননি। এরপর ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের নয়াদিল্লির একটি সাম’রিক হাসপাতালে চিকিৎ*সাধীন অবস্থায় মৃ*ত্যুবরণ করেন নড়াইলের মেয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি।

এদিকে প্রণব মুখার্জি দিল্লির আ’র্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারালে সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে শেষনি*শ্বা*স ত্যা*গ করেন। মৃ*ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি করো’না আ*ক্রান্তসহ বিভিন্ন রো*গে ভু*গছিলেন।