স্টাফ রিপোর্টার
নড়াইলে ৪ বছরের শি*শু ধ*র্ষণের ঘটনায় দো*ষীদের ফাঁ*সির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মঙ্গলবার (সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল আদালত চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেত্রী ও নারী নেত্রী এ্যাডভোকেট রওশন আরা কবির লিলি, জেলা পরিষদ সদস্য নাজনীন সুলতানা রোজী, ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডঃ কাজী বশিরুল ইসলাম, ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা বি.এম মাহাবুর রহমান, ঊষার আলোর যুগ্ম সম্পাদক রিফাত শরীফ সহ নড়াইলের গণ্যমান্য ব্যক্তিবর্গ। রোববার (৩০ আগস্ট) দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় ধ*র্ষণের ঘটনা ঘটে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ধ*র্ষ*কের ফাঁ*সি চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দেশে একেরপর এক ধ*র্ষণের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে শি*শুধ*র্ষণও ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। অথচ, নি*র্যা*তিতার পরিবার ন্যায্য বিচার পাচ্ছে না। সোনার বাংলাকে ধ*র্ষ*ণমুক্ত করতে হলে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ধ*র্ষ*কের সর্বোচ্চ শা*স্তি ফাঁ*সি নিশ্চিত করতে হবে।
জানা গেছে, প্রতিবেশী ব*খাটে অপু বিশ্বাস (২৩) দুপুর ১২টার দিকে শি*শুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলো*ভনে বাড়ির পাশের নি*র্জন বাগানের ঝোপে নিয়ে ধ*র্ষণ করে। ঘটনার পর শি*শুটি বাড়ি ফিরলেও ভ*য়ে বিষয়টি কাউকে জানায়নি। রাতে ভাত খাওয়ার সময় মাকে এ ঘটনা জানায়।
খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড এর সহযোগিতায় রাত সাড়ে ১১টার দিকে নি*র্যা*তিতাকে উ*দ্ধার করে সদর হাসপাতালে ভর্তি ও অভিযুক্ত ব*খাটেকে আটক করে পুলিশে সো*পর্দ করা হয়। নির্যাতিত শি*শুটি এখন নড়াইল সদর হাসপাতালে চিকাৎসাধীন। সদর থানার ওসি মোঃ ইলিয়াছ হোসেন পিপিএম বলেন, ধ*র্ষণের অভিযোগে অপু বিশ্বাস নামে এক যুবককে গ্রে*ফতার এবং তার বিরু*দ্ধে থানায় মামলা হয়েছে।