নারায়ণগঞ্জে মসজিদে বি’স্ফো’রণঃ ক্রমশ বাড়ছে মৃ*তের সংখ্যা, ২১

6
8
নারায়ণগঞ্জে মসজিদে বি'স্ফো'রণঃ ক্রমশ বাড়ছে মৃ*তের সংখ্যা, ২১
নারায়ণগঞ্জে মসজিদে বি'স্ফো'রণঃ ক্রমশ বাড়ছে মৃ*তের সংখ্যা

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বি*স্ফো*রণের ঘটনায় শি*শু, ইমাম ও মুয়াজ্জিনসহ ২১ জন মা*রা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার রাত থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বা*র্ণ এন্ড প্লা*স্টিক সা*র্জারী ইনস্টিটিউটে চিকি*ৎসাধীন অবস্থায় তাদের মৃ*ত্যু হয়।

বা*র্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, মসজিদে বি*স্ফোরণে*র ঘটনায় এখন পর্যন্ত ২১ জন মা*রা গেছেন। তাদের শরীরের ৯০ থেকে শতাংশ পর্যন্ত দ*গ্ধ হয়েছে। হাসপাতালে এখনও ১৬ জন ভর্তি আছেন। তাদের অবস্থাও আশ*ঙ্কাজনক।

নিহ*তরা হলেন, ইব্রাহিম (৪২), মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮) কুদ্দুস ব্যাপারী (৭০), জামাল (৪০), রাশেদ (৩০), মাইনুদ্দিন (১২), জয়নাল(৪০), নয়ন(২৭), কাঞ্চন (৫০), রাসেল (৩৪), বাহাউদ্দিন(৫৫), মিজান (৩৪) ও ওই মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০)। রাত ১১টায় নাদিম (৪৫) নামে আরও একজনের মৃ*ত্যু তথ্য দেন ডা. পার্থ শংকর পাল। তাকে নিয়ে মোট মৃ*তের সংখ্যা দাঁড়ায় ২১ জনে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের তল্লায় জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বি*স্ফো*রণের ঘটনায় আ*গুন লেগে অর্ধশতাধিক মুস*ল্লি দ*গ্ধ হন। এদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বা*র্ণ এন্ড প্লা*স্টিক সা*র্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা নাগাদ ১৬ জনের মৃ*তদে*হ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া এঘটনায় বাকীদেরকে নারায়নগঞ্জের স্থানীয় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে।