এমপি মাশরাফীর প্রচেষ্টায় লোহাগড়া স্বা*স্থ্য কমপ্লে*ক্সে ৪৫ মিনিটে করোনা পরী’ক্ষার উদ্বোধন

5
50
এমপি মাশরাফীর প্রচেষ্টায় লোহাগড়া স্বা*স্থ্য কমপ্লে*ক্সে ৪৫ মিনিটে করোনা পরী'ক্ষার উদ্বোধন
এমপি মাশরাফীর প্রচেষ্টায় লোহাগড়া স্বা*স্থ্য কমপ্লে*ক্সে ৪৫ মিনিটে করোনা পরী'ক্ষার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

এই প্রথম নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে*ক্সে মাত্র ৪৫ মিনিটেই কো’ভিড-১৯ পরী’ক্ষা করা হবে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার সহযোগিতায় যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জি*ন এক্সপার্ট প্রযুক্তি সম্পন্ন কো’ভিড-১৯ পরীক্ষার অত্যাধুনিক মে*শিন স্থাপন করা হয়।

শনিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বা*স্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নান। এ সময় প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যু’ক্ত হন এমপি মাশরাফী।

উপজেলা স্বা*স্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, সিভিল সা*র্জন ডাক্তার মোঃ আবদুল মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার রিপন কুমার ঘোষ, বিশ্ব স্বা’স্থ্য সংস্থার সিনিয়র টি*বি বিশেষজ্ঞ সরদার তানজির হোসেন প্রমুখ।