নড়াইলের লোহাগড়ায় দেশীয় অ*স্ত্রসহ ২ জন আ’টক

0
18
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে পুলিশ অভিযা*ন চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অ*স্ত্রসহ দুই জনকে আ’টক করেছে । মঙ্গলবার রাতে ইউনিয়নের উত্তর পাং*খারচর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চর এলাকা বলে পরিচিত উত্তর লং*কারচর, পাং*খারচর, চ’র সুচাইল ও চ’রপাচাইল গ্রামে দীর্ঘদিন ধরে দুই প’ক্ষের মধ্যে দ্ব*ন্দ সংঘা*ত চলে আসছিল। প্রায়শই ওই চার গ্রামের উভয় প*ক্ষের লোকজন দেশীয় অ*স্ত্র নিয়ে সংর্ঘ*ষে লি*প্ত হয়ে থাকে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার রাতে লোহাগড়া থানার এসআই শাফায়াত হোসেন, এসআই সরল বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উত্তর পাং*খারচর গ্রামের একটি বাগানে অভি*যান চালিয়ে ৭ টি ঢা*ল, ৬টি স*ড়কি ও ৫টি– রাম*দা উ*দ্ধার করে।

এ সময় ওই গ্রামের সাব্বির হোসেন ও আবু সাইদ সরদারকে আ*টক করে। এ ঘটনায় থানায় একটি মাম*লা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, আ*টককৃতদের বুধবার আদালতের মাধ্যমে জে*ল হা*জতে পাঠানো হয়েছে।