স্টাফ রিপোর্টার
আগামী ২৬ সেপ্টেম্বর পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা এ্যাডভোকেসি সভা ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইল সিভিল সা*র্জন অফিসের আয়োজনে সিভিল সা*র্জন অফিসের সভাকক্ষে বাংলাদেশ থেকে অপু*ষ্টি জনিত অ*ন্ধত্ব নি*র্মূল এবং অপু*ষ্টি জনিত শি*শু মৃ*ত্যু প্রতিরো*ধ করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। সিভিল সা*র্জন ডাঃ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ প্রশান্ত বিশ্বাস, ডাঃ সুমিত কুমার বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম আল মামুন, সদর উপজেলা স্বা স্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, লোহাগড়া উপজেলা স্বা’স্থ্য কর্মকর্তা শরীফ মাহবুব রহমান, সরকারি কর্মকর্তা, ডা’ক্তার, স্বা’স্থ্য বিভাগের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর করো’না ভাই’রাস সং’ক্রমণের কারণে শি*শুর অভিভাবকদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব ও শি*শুদের ক্ষেত্রে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে ৯ শত ৯২ টি ইপিআই কেন্দ্র সমূহে জেলায় মোট ৯৪ হাজার ২ শত ৫৫ জন শি*শুকে ২৬ সেপ্টেম্বর থেকে পক্ষকাল ব্যাপী ভিটামিন “এ” ক্যা*পসুল খাওয়ানো হবে।