নড়াইলে বিশ্ব নদী দিবসে নদী দখ*ল প্রতিরো*ধে ওয়ার্কার্স পার্টির কর্মসূচী

5
18
নড়াইলে বিশ্ব নদী দিবসে নদী দখ*ল প্রতিরো*ধে ওয়ার্কার্স পার্টির কর্মসূচী
নড়াইলে বিশ্ব নদী দিবসে নদী দখ*ল প্রতিরো*ধে ওয়ার্কার্স পার্টির কর্মসূচী

স্টাফ রিপোর্টার

বিশ্ব নদী দিবসে নড়াইলের চিত্রা-নবগঙ্গা নদী দখ*ল মুক্ত করতে ওয়েব সেমিনার এবং বিক্ষো*ভ কর্মসূচী পালন করেছে নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চিত্রা নদীতে এই কর্মসূচী পালন করা হয়। চিত্রা নদীর বাঁধাঘাট এলাকা থেকে শেখ রাসেল ব্রিজ পর্যন্ত এই বিক্ষো*ভ কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে ওয়েবের মাধ্যমে অনলাইনে যোগ দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন। নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টি নেতা অধ্যাপক মলয় নন্দী, সদর উপজেলা ওয়ার্কার্স পাটি সভাপতি শাহজাহান আলী,সদর উপজেলা সম্পাদক স্বপ্না সেন, অধ্যাপক আতিয়ার রহমান, যুব মৈত্রী জেলা সাংগঠনিক সম্পাদক সমীর বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, প্রশাসনের ছ*ত্রছায়ায় চিত্রা নদী দখ*ল হয়ে যাচ্ছে, চিত্রাকে অবিলম্বে দখ*লমুক্ত করা না হলে অ*চিরেই ওয়ার্কার্স পার্টি রাজপথে নামবে।