নিউজ ডেস্ক
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুটি শি*শু নিয়ে আলোচনা হতে থাকে। এসময় শি*শুদ্বয়ের চাচা তাদের বাসায় ঢু*কতে দি’চ্ছে না বলে অভি*যোগ ওঠে। কিছুদিন আগে তাদের বাবা মা*রা গিয়েছিলো। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদও এই টকশোতে যু’ক্ত ছিলেন। এ টকশোটি হাইকোর্ট বিভাগের বি’চারপ’তি আবু তাহের মোহম্মদ সাইফুর রহমানের ন’জরে আসে। শনিবার দিনগত মধ্যরাতে স্ব’প্রণো’দিত হয়ে তাৎক্ষণিক আদেশ দেন তিনি।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, রাত সাড়ে এগারোটার দিকে একাত্তর টিভির একাত্তর জার্নালে আমিও যুক্ত ছিলাম। সেখানে দুটি শি’শু নিয়ে আলোচনা হচ্ছিল। ওই দুটি বাচ্চা সাবেক অ্যা’টর্নি জেনা’রেল প্র*য়াত ব্যারিস্টার কে এস নবীর না’তি। যাদের বাবা কিছুদিন আগে ই*ন্তেকা’ল করেছেন। এখন তাদের চাচা তাদেরকে বাসায় ঢু*কতে দি’চ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা হওয়া টকশোটি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহম্মদ সাইফুর রহমানের ন’জ’রে আসায় তিনি স্ব’প্রণো’দিত হয়ে তাৎক্ষণিক আ*দেশ দেন। আদে*শে ওই দুই শি’শুকে তাদের বাসায় নিরা’পদে রেখে আসতে ধানমণ্ডি থানার ওসিকে নির্দেশ দেন। আজ এ বিষয়ে প্র’তিবেদনও দা’খিল করবে ধানমণ্ডি থানা পুলিশ।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আমরা খুব সুন্দর ভাবে দুই শি’শুকে রাত দেড়টার দিকে তাদের বাসায় পৌঁছে দিয়ে এসেছি। উল্লেখ্য, ব্যারিস্টর কে এস নবী (কাজী শহী’দুন নবী) ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যা’টর্নি জে’নারেল ছিলেন। ২০১৮ সালের ৮ জুলাই তিনি মৃ*ত্যুবরণ করেন।