গৃ*হব*ধূকে বিব*স্ত্র করার ভা*ইরাল ভিডিও স*রাতে হাইকোর্টের নির্দেশ

3
13

নিউজ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে গৃ*হব*ধূকে বিব*স্ত্র করে নি*র্যাত*ন, শ্লী*লতাহা*নি ও ধ*র্ষ*ণচে*ষ্টার ঘ*টনায় ভা*ইরাল ভিডিও স’রিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভু*ক্তভো*গী পরিবারকে নিরা*প*ত্তা দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীম এ নির্দেশ দেন। আদালত বলেন, ৩২ দিন আগের ভি’ডিও ভাই*রাল হওয়ায় এখন টন*ক নড়ে*ছে। তাহলে পুলিশ এতদিন কী করলো? না’রী নি*র্যা*তনের ঘটনায় পুলিশের গা*ফি*লতি ছিল।

এদিকে গৃহব*ধূকে বিব*স্ত্র করে নি*র্যা*তনের মামলার প্রধান আ*সা*মি বাদলকে নারায়ণগঞ্জ থেকে এবং দেলোয়ারকে ঢাকা থেকে সোমবার (৫ অক্টোবর) সকালে গ্রে*ফতার করেছে র‍্যাব। এর আগে রোববার এ ঘটনায় দুজনকে গ্রে*ফতার করে পুলিশ। ৯ জনকে আসা*মি করে প*র্নোগ্রা*ফি এবং না*রী ও শি*শু নি*র্যাত*ন দ*ম*ন আইনে মা*মলা করেন ভু*ক্তভো*গী না*রী।