ডেস্ক রিপোর্ট
নড়াইল জেলা তথ্য অফিসেরর আয়োজনে শি’শু ও না’রী উন্নয়নে সচে’তনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৷
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় জেলা প্রশাসক আনজুমান আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন৷ এছাড়া বক্তব্য রাখেন নড়াইল জেলার প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি প্রতিনিধিএনামুল কবির টুকু ৷
কর্মশালার পার্টিসিপেন্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় ইমাম, কাজী, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষয়ত্রী বৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীবৃন্দ৷
দিনব্যাপী এ কর্মশালায় বক্তারা না’রী ও শি’শুর প্রতি স’হিং’সতা প্রতিরো’ধ, শি’শুদের পা’নিতে ডু’বে মৃ’ত্যু প্রতিরো’ধ, করো’না ভা’ইরাস প্রতিরো’ধে করণীয়, করো’নাকালীন শিক্ষা ব্যবস্থা, ডে’ঙ্গু প্রতিরো’ধ, বা’ল্যবি’বাহ প্রতিরো’ধসহ সর্বোপরি সমাজের সকল স্তরের জনগণকে অংশগ্রহণমূলক ভূমিকার মাধ্যমে বিদ্যমান সং’ক’ট ও সম’স্যা উত্তো’রনের জন্য প্রচেষ্ঠা চালাতে আহব্বান জানান ৷
প্রধান অতিথির বক্তব্যে সুযোগ্য জেলা প্রশাসক আনজুমান আরা উপস্থিত সবাইকে নড়াইল জেলাকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার জন্য স্বপ্রণোদিত ও স্বেচ্ছামূলক মন নিয়ে আন্তরিকতার সাথে সমাজ নির্মাণে অংশগ্রহণের অনুরোধ জানান৷