নড়াইলে আন্তর্জাতিক দু’র্যো’গ প্র’শম’ন দিবস পালিত

0
9
নড়াইলে আন্তর্জাতিক দু'র্যো'গ প্র'শম'ন দিবস পালিত
নড়াইলে আন্তর্জাতিক দু'র্যো'গ প্র'শম'ন দিবস পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে সীমিত আকারে স্বা’স্থ্য বিধি মেনে আন্তর্জাতিক দু’র্যো’গ প্র’শম’ন দিবস পালিত হয়েছে। দু’র্যো’গ ঝুঁ’কি হ্রা’সে সুশা’সন, নিশ্চিত করবে টে’কসই উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশা’সনের আয়োজনে জেলা প্রশা’সকের সম্মেলন কক্ষে সচেত’নতা বৃদ্ধিমূলক সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’র্যো’গ সহ’নীয় বাসগৃহের উদ্বোধন করা হয়। সচেতন মূলক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু,সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।