স্টাফ রিপোর্টার
জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে কেক কা’টা, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকালে জাতীয় শ্রমিকলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে শহরের রূপগঞ্জ প্রজ’ন্ম চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনাল বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি বি.এম হামিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিমের পরিচালনায় বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ পল্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শেখ চান্দুর রহমান, শেখ শাহজাহান, শ্রমিকলীগ নেতা হাসিবুর রহমান, আলমগীর হোসেন, শ্রীকান্ত বিশ্বাস, মোজাম খান, জাহাঙ্গীর হোসেন, শেখ সবুজ, আক্তার হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, মুু’ক্তিযু’দ্ধের চেতনা ধারণ করে জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। জননেত্রীর এই অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে আওয়ামী লীগের অ’ঙ্গ সংগঠন জাতীয় শ্রমিকলীগের বিশেষ অবদান রয়েছে। দেশকে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কা’টেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।