স্টাফ রিপোর্টার
নি’ষেধা’জ্ঞা অমা’ন্য করে নড়াইলের কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীতে জা’ল দিয়ে ইলিশ মাছ ধ’রার অভিযো’গে ৪ জনকে আ’টক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জা’ল জ’ব্দ করা হয়। আ’টককৃতরা হলেন- কালিয়ার বিষ্ণুপুর গ্রামের টুটুল শেখ (৩৮), মোরশেখ (৩২), জনি শেখ (২৫) ও ইরফান শেখ (২২)।
শনিবার (১৭ অক্টোবর) রাতব্যাপী নড়াইলের জামরিলডাঙ্গা এলাকা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার নৌপথে এ অভি’যান পরিচালিত হয়। তবে পুলিশের উপস্থিতি টে’র পেয়ে বেশির ভাগ মৎ’স্যশি’কারী নদী থেকে স’টকে পড়েন। ডি’বি পুলিশের এএসআই আনিসুজ্জামান জানান, ‘মা ও জা’টকা ইলিশ মাছ র’ক্ষায় এ অভিযা’ন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজ’নন মৌসুম ধরে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধ’রা, বিক্রি, বিপণন, মজু’ত ও পরিবহন নি’ষি’দ্ধ। গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে এ নিষে’ধা’জ্ঞা কার্যকর শুরু হয়েছে।