স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ ম’হিলা ঐক্য পরিষদের নড়াইল জেলা কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লক্ষ্মীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কা’লিমাতা না’ট মন্দির প্রাঙ্গনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পাপিয়া ব্যানার্জির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূ’মি) রাখি ব্যানার্জি, মানবাধিকার কর্মী বনানী বিশ্বাস, হি’ন্দু বৌঃ’দ্ধ খ্রী’ষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অধ্যাপক মলয় কান্তি নন্দী, এ্যাডঃ রমা রায়, জেলা ম’হিলা আওয়ামী লীগের সহ সভাপতি অর্পনা রানী বিশ্বাস, কা’লিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ- সভাপতি মধূ সূদন শীল, সহ -সম্পাদক প্রভাষক রুপক মুখার্জী, পরিক্ষীত শিকদার, অলোক পান্ডে, কিশোর রায়, কাজল পাল, প্রদ্যুৎ ভট্টাচার্য্য প্রমুখ।
পরে এ্যাডঃ রমা রায়কে সভাপতি এবং সোমা মুখার্জীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ম’হিলা ঐক্য পরিষদের জেলা কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।