নিউজ ডেস্ক
সোমবার (১৯ অক্টোবর) বিকালে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযা’ন চা’লিয়ে বিপুল পরিমাণ জা’ল টাকা ও জা’ল টাকা তৈরির সর’ঞ্জামসহ একটি চ’ক্রের চার সদস্যকে আ’টক করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি গুলশান বিভাগ।
আ’টক’কৃতরা হলো, চ’ক্রের মূলহো’তা হুমায়ন কবির খান (৪৫), জামাল (৪২), সুখী আক্তার (৩০) ও তাসলিমা আক্তার (৩০)। এসময় ৪৯ লাখ ৫০ হাজার জাল টাকা জ’ব্দ করা হয়। পুলিশ জানিয়েছে অভিযা”নে উ’দ্ধারকৃত সর’ঞ্জাম দিয়ে আনুমানিক ৫ কোটি জা’ল টাকা তৈরি করা সম্ভব। গ্র’প্তারকৃ’তদের বিরু’দ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষ’মতা আ’ইনে মা’ম’লা হয়েছে।
গ্রে’প্তারকৃ’তরা পুলিশকে জানিয়েছে, করো’নাকালে তারা ব্যাপক প্র’স্তুতি নিয়ে জা’ল টাকা তৈরিতে সক্রি’য় হয়ে ওঠে। এই চ’ক্রটি আসন্ন দুর্গাপূজা সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জা’ল টাকা বি’স্তারের পরিক’ল্পনা নিয়ে মা’ঠে নে’মেছিল।