নড়াইলে জাতীয় স্যা’নিটেশন মাস অক্টোবর- ২০২০ ও বিশ্ব হা’তধো’য়া দিবসের উদ্বোধন

1
9
নড়াইলে জাতীয় স্যা'নিটেশন মাস অক্টোবর- ২০২০ ও বিশ্ব হা'তধো'য়া দিবসের উদ্বোধন
নড়াইলে জাতীয় স্যা'নিটেশন মাস অক্টোবর- ২০২০ ও বিশ্ব হা'তধো'য়া দিবসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

জাতীয় স্যা’নিটেশন মাস অক্টোবর-২০২০ ও বিশ্ব হা’তধো’য়া দিবস পালন উপলক্ষে জাতীয় স্যা’নিটেশন মাস অক্টোবর-২০২০ ও বিশ্ব হা’তধো’য়া দিবসের উদ্বোধন নড়াইলে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) এ উপলক্ষে জেলা প্রশা’সন ও জনস্বা’স্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশা’সকের চত্বরে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশা’সক আনজুমান আরা। পরে হা’ত ধো’য়া এবং দিবসের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বা’স্থ্য প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলীর মোঃ জাহিদ পারভেজ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশা’সক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদার, এনডিসি মোঃ জাহিদ হাসান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।