নড়াইলের ৩৬টি মন্দিরে ব্যক্তি উদ্যোগে মা’স্ক ও আর্থিক অনু’দান প্রদান

3
24
নড়াইলের ৩৬টি মন্দিরে ব্যক্তি উদ্যোগে মা'স্ক ও আর্থিক অনু'দান প্রদান
নড়াইলের ৩৬টি মন্দিরে ব্যক্তি উদ্যোগে মা'স্ক ও আর্থিক অনু'দান প্রদান

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৩৬টি মন্দিরে ব্যক্তি উদ্যোগে মা’স্ক ও আর্থিক অনুদান প্রদান করেছেন সাবেক ছাত্রনে’তা ও আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম তিনি নড়াইল পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের দু’বারের সাবেক সাধারণ সম্পাদক ম’রহুম এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ এর *স্ত্রী।

গতকালে রাতে নড়াইল পৌর এলাকার দূর্গাপুর পূজা মন্ডপের নে’ত্রীবৃন্দের কাছে মাস্ক ও নগদ সহায়তা প্রদান করেন। না’রী নে’ত্রী আঞ্জুমান আরা বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নড়াইলের পৌরএলাকার ৩৬ টি পূজা মন্ডপে নগদ ৫০ হাজার টাকা ও করো’নার প্র’দূর্ভাব মো’কাবেলার জন্য মা’স্ক ও হ্যা’ন্ড স্যাঃনিটা’ইজার বিতরণ করেন। আগামী পৌর সভার মেয়র পদে নির্বাচন করারও প্রত্যয় ব্যক্ত করেন এ না’রী নে’ত্রী।