নিউজ ডেস্ক
খুলনা মহানগরীর খালিশপুরে ন’কল পণ্য তৈরি ও বিভিন্ন ইলেক’ট্রনিক্স পণ্যের ব্রান্ডের লোগো ন’কল করে ব্যবহার করার দায়ের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমা’না করেছেন র্যাবের ভ্রা’ম্যমাণ আ’দালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় খালিশপুরের হাউজিং স্টেট নতুন কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমা’না করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুল ইসলাম।
অর্থদ’ণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- ওই এলাকার মো. গোলাম মোস্তফা মোল্লার ছেলে মো. নজরুল মোল্লা (৪৮) ও একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাস্ করপোরেশনের ম্যানেজার মো. রফিকুল ইসলামকে (৩৮)।
সূত্রে জানা যায়, ট’য়লেট অ্যান্ড টাইলস ক্লি’নারের নক’ল ও ভে’জা’ল পণ্য তৈরি এবং সংরক্ষণ করার দায়ে নজরুলকে ৪০ হাজার এবং নি’ম্নমানের ইলেক’ট্রনিক্স সামগ্রীতে বিভিন্ন দামি ব্যান্ডের লো’গো, স্টিকারের নক’ল ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয় করায় রফিকুলকে ১০ হাজার টাকা জরিমা’না করেন ভ্রাম্য’মাণ আদা’লত।