হলুদ সাংবাদিকতা পরিহা’র করতে হবে, নড়াইলে বনপা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
30
হলুদ সাংবাদিকতা পরিহা'র করতে হবে, নড়াইলে বনপা'র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হলুদ সাংবাদিকতা পরিহা'র করতে হবে, নড়াইলে বনপা'র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন বনপা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বনপা নড়াইল জেলা শাখার আয়োজনে শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল শহরে নড়াইলকণ্ঠ পত্রিকা অফিসের সভাকক্ষে কেক কেটে বনপা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন নড়াইল জেলা শাখার আহবায়ক, নড়াইলকণ্ঠ.কম’এর প্রকাশক কাজী হাফিজুর রহমানের উপস্থাপনায় নড়াইল থেকে প্রকাশিত অনলাইন সংস্করণ দৈনিক ওশান’এর প্রকাশক এ্যাডভোকেট মো: আলমগীর সিদ্দিকী’এর সভাপতিত্বে অনুষ্ঠিত বনপা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, দৈনিক নড়াইল প্রতিদিনের প্রকাশক মো: ইমরান হোসেন, সম্পাদক মো: শরিফুল ইসলাম বাবলু, ২বাংলারনিউজ.কম এর প্রকাশক সৈয়দ খায়রুল আলম, নড়াইলকণ্ঠ.কম এর নির্বাহী সম্পাদক সুজয় ঘোষ, সহকারি সম্পাদক কাজী আনিসুজ্জামান, স্ট্যাফ রিপোর্টার সোহাগ রায়, বিশ্বজিৎ কবিরাজ প্রমুখ। এ সময় বক্তরা বলেন, হলুদ সাংবাদিকতা পরিহা’র করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আহবান জানান হয়।