স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখের বিরু’দ্ধে ১২জন দু’স্থ্যমা’তার ব’রাদ্দকৃত চাল আ’ত্মসা’তের অভিযো’গ পাওয়া গেছে। ওই ঘট’নায় পেড়লী ইউপির বরখা’স্তকৃত চেয়ারম্যান জারজিদ মোল্যা রোববার ইউএনওর কাছে লিখিত অভিযো’গ করেছেন।
অভিযো’গের বিবরণে জানা যায়, উপজেলার পেড়লী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ সরকারের বরা’দ্দকৃত ভিজিডির চাল কার্ডধারী উপকারভো’গী ওই ইউপির খড়রিয়া গ্রামের শিখারানী, আরসিনা বেগম, ফতেমা, নাজমা, রিসিনা, ডলি বেগম, ফকিয়া, হাসিনা, পারভীন, জামরিলডাঙ্গা গ্রামের সুপ্রিয়া, ফিরোজা, ও পেড়লী গ্রামের রিমার নামে দু’স্থ্যমা’তার (ভিজিডি) কার্ড থাকলেও ওইসব কার্ডের অনুকূ’লে বরা’দ্দকৃত সরকারি চাল কার্ডধারীদের না দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যন আ’ত্মসা’ত করে আসছেন বলে অভিযো’গে উল্লেখ করা হয়েছে।
পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ ওইসব অভিযো’গ অস্বী’কার করে বলেন, ‘তার ইউনিয়নে ১৯০ টি দু’স্থ্যমা’তার কার্ড রয়েছে। অক্টোবর মাসের জন্য বরা’দ্দকৃত চাল উ’ত্তোলনের পর ৩৮ জন কার্ডধারীর চাল গু’দামে রয়েছে। ওইসব অবি’তরণকৃত চাল সোমবার কার্ডধারী উপকারভো’গীদের মাঝে বিতরণ করা হবে।’
কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদা অভিযো’গ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওইসব ভিজিডি কার্ডধারীদের অনু’কূলে বরা’দ্দকৃত চাল বিতরণসহ অভিযোগটি ত’দ’ন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। অভিযো’গটি ত’দ’ন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব’স্থা নেয়া হবে।’