স্টাফ রিপোর্টার
নড়াইলে ৬ হাজার কৃষ’ক ও কৃ’ষাণীর মধ্যে বিনামূল্যে হাইব্রি’ড বোরো ধানের বী’জ বিত’রণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সদর উপজেলা পরিষদ চত্বরে নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে এ ধানের বী’জ বিতর’ণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদুল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এরামুল কবির টুকু প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাগনসহ উপকারভো’গি কৃ’ষকগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, সদর উপজেলায় ৬ হাজার কৃষক প্রত্যেককে ২কেজি করে মোট ১২হাজার কেজি হাইব্রি’ড বোরো ধানের বী’জ বিনামূল্যে বিতরণ করা হবে ।