স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্ক’র্য ভা’ঙার প্র’তিবা’দ ও বঙ্গবন্ধুর ভা’স্ক’র্য নিয়ে দেশেকে অ’স্থি’তিশীল করার ষ’ড়য’ন্ত্র প্রতিহ’ত করার ল’ক্ষ্যে নড়াইলে মানব’বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বাংলাদেশ যু’বমৈ’ত্রী নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানবব’ন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানবব’ন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লাকিতুল্লাহ, জেলা ওয়ার্কা’র্স পার্টির সাধারণ সম্পাদক নওরোজ হোসেন মোল্যা, জেলা যু’বমৈ’ত্রীর সাধারণ সম্পাদক পারভেজ আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রিপন শী প্রমুখ।
বক্তারা ক্ষো’ভ প্রকা’শ করে বলেন, ‘বঙ্গবন্ধুর ভা’ষ্কর্য বুড়িগঙ্গায় ফে’লার পা’য়তা’রা যারা করছে, তারা মু’ক্তিযু’দ্ধকেও স্বা’ভাবিকভাবে মে’নে নি’তে পারেনি। দেশের চলমান উন্নয়নও তারা মে’নে নি’তে পারছে না। কৃষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভা’স্কর্য ভা’ঙা করা হয়েছে। বঙ্গবন্ধুর ভা’স্ক’র্য নিয়ে হেফাজ’তের আ’স্ফা’লন দেশেকে অ’স্থি’তিশী’ল করার পা’য়তা’রা চলছে। বাংলাদেশের ওয়ার্কা’র্স পার্টি, বাংলাদেশ যুব’মৈ’ত্রী, বাংলাদেশ ছা’ত্রী মৈ’ত্রী অতীতেও রাজপথে থেকে মো’কাবে’লা করেছে। বর্তমানেও করবে।’ বক্তারা, দেশবিরো’ধী সকল ষ’ড়য’ন্ত্র প্রতিহ’ত করতে মু’ক্তিযু’দ্ধের সকল শ’ক্তিকে এগিয়ে আসার আহবান জানান।