নড়াইলে “হা’ম-রু’বেলা টি’কা’দান ক্যা’ম্পেইন-২০২০” সফল ভাবে স’ম্পন্ন করতে সম্মেলন

4
18
নড়াইলে “হা'ম-রু'বেলা টি'কাদান ক্যা'ম্পেইন-২০২০” সফল ভাবে সম্পন্ন করতে সম্মেলন
নড়াইলে “হা'ম-রু'বেলা টি'কা'দান ক্যা'ম্পেইন-২০২০” সফল ভাবে সম্প'ন্ন করতে সম্মেলন

স্টাফ রিপোর্টার

নড়াইলে “হা’ম-রু’বেলা টি’কা’দান ক্যাম্পেইন -২০২০” সফল ভাবে স’ম্পন্ন করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে সিভিল সা’র্জন অফিসের সভাক’ক্ষে সি’ভিল সা’র্জন অফিস, নড়াইলের আয়োজনে এ প্রেসকনফারেন্স অনুষ্ঠিত হয়।

সিভিল সা’র্জন ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে সি’ভিল সার্জঃন অফিসের মে’ডি’কেল কর্মকর্তা (ডি’জিস কন্ট্রো’ল) ডাঃ সৈয়দ শফিক তমাল, সি’নিয়া’র স্বা”স্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, ইপিআই কর্মকর্তা হারাধন বিশ্বাস, মোঃ নাজমুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ ক’র্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর-২০ থেকে ২৪ জানুয়ারি-২০২১ হা’ম-রুবে’লা এ ক্যাম্পেইনে শুরু হবে। ১ হাজার ৩৯ টি ইপিআই এর স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়’সী জেলায় মোট ১লক্ষ ৬০ হাজার ১শত ২২ জন শি’শুকে হাম রুবেলা টিকা দেয়া হবে।