স্টাফ রিপোর্টার
নড়াইলের কৃ**তি স**ন্তান দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্যতম স্ব**ভাব কবি বিপিন সরকারের ৯৭তম জ**ন্মবার্ষিকী পা*লি*ত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে স্ব*ভা*ব কবি বিপিন সরকার স্মৃ*তি র*ক্ষা পরিষদ ও এলাকাবা**সীর আয়োজনে কবির নি*জ এলা*কা নড়াইল পৌরসভার বা*হিরডা*ঙ্গায় শিল্পীর স*মা**ধিতে পু*স্পমা*ল্য অ*র্প*ণ, র্যা*লি, মঙ্গল প্রদীপ প্র*জ্জ্বল*ন, স্ম**রণ সভা অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যায় বিপিন সরকার রচিত কবিতা আবৃত্তি প্র*তিযো*গিতা, বিপিন গীতি এবং অষ্টক গানের আয়োজন করা হয়। কবির বা*ড়ি প্রা*ঙ্গ*নে স্ব*ভা*ব কবি বিপিন সরকার স্মৃ**তি র**ক্ষা পরিষদের সভাপতি ডা. মায়া রানী বি*শ্বা**সের সভাপতিতে স্ম**রণ সভায় বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলক চন্দ্র বি*শ্বা**স, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ড, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আকরাম শাহীদ চুন্নু, নড়াইল স**ম্মি*লিত সাংস্কৃতিক জো**টের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, আ্যাডভোকেট রবীন্দ্রনাথ বিশ্বা**স, অ্যাডভোকেট রমা রাণী রায়, মূ*র্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, কবি আল ইমরান প্রমুখ।
জানা যায়, স্ব**ভা*ব কবি বিপিন সরকার ৮টি কাব্য গ্রন্ত্র, ২০টি অষ্টক যাত্রা পালা, ১৪টি পা*লা গান, ১ হাজারের বেশী কবিতা, ১ হাজার হালুই গান, ২ শতাধিক ধু*য়া-বারাসিয়া গান লিখেছেন। নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই স্ব*ভা*ব কবির যা*ত্রা পা*লা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধু**য়া-বারাসিয়া গান নৌকার মাঝি, কৃ**ষাণ-কৃ**ষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলা ১৩শ ৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌর এলা*কার বা*হিরডা*ঙ্গা গ্রামে এই কবি জ*ন্মগ্রহ*ণ করেন এবং ২০১৫ সালের ২৭ নভেম্বর মৃ*ত্যুব*রণ করেন।