নড়াইল কালেক্টরেট স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

2
23
নড়াইল কালেক্টরেট স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
নড়াইল কালেক্টরেট স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইল কালেক্টরেট স্কুলের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারী) দুপুরে এ নির্মান কাজের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, প্রকৌশলী মোঃ আশরাফুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম এবং কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ উজির আলীসহ শিক্ষকৃন্দ উপস্থিত ছিলেন।

কাল্টেরেট স্কুলের চারতলা ভিতবিশিষ্ট ওয়াশব্লকসহ একতলা ভবনের তিনটি শ্রেণীকক্ষ নির্মাণে ব্যায় হবে মোট ৮৫ লক্ষ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে আগামী জুন মাসের মধ্যে এ ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।